২১ জানুয়ারি, ২০২১ ০৮:০৪

দ্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এখন অনলাইনে

অনলাইন ডেস্ক

দ্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এখন অনলাইনে

ডোনাল্ড ট্রাম্প

গতকাল ২০ জানুয়ারি (বুধবার) আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় হয়েছে। এদিন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।

আমেরিকার ক্ষমতার মসনদ থেকে বিদায় নেওয়ার পর অনলাইনে চলে এসেছে ‘দ্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি’।

সাইটটিতে এখন আর্কাইভে থাকা হোয়াইট হাউজের ওয়েবসাইটগুলো ও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলোর সংকলন রাখা হয়েছে। মূলত বিদায়ী প্রশাসন সম্পর্কিত নানা তথ্য এখানে থাকবে, যা সাধারণ মানুষ দেখতে পাবে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি খোলা হয়েছিল ১৯৪১ সালে সাবেক প্রেসিডেন্ট ফ্রান্কলিন ডি রুজভেল্টের জন্য এবং এরপর থেকে সব প্রেসিডেন্টের এমন একটি করে লাইব্রেরি আছে।

দেশটির ইতিহাসে ট্রাম্প লাইব্রেরি এ ধরনের ১৫তম লাইব্রেরি।

তবে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটি ফ্লোরিডায় স্থাপন করা হবে এবং এজন্য ডোনাল্ড ট্রাম্প তার শুভানুধ্যায়ীদের কাছ থেকে ২ বিলিয়ন ডলার তহবিল তুলতে চান বলে গণমাধ্যমে খবর এসেছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর