২৮ জানুয়ারি, ২০২১ ১৭:৫৬

ভারতে টানা ৫ দিন স্বর্ণের বাজারে দরপতন

অনলাইন ডেস্ক

ভারতে টানা ৫ দিন স্বর্ণের বাজারে দরপতন

প্রতীকী ছবি

বিশ্ব বাজারে আরও শক্ত অবস্থান মার্কিন ডলারের। এতে ফের পড়ল স্বর্ণ ও রুপার দাম। ভারতে এরই মধ্যে গোল্ড ফিউচার্সের দাম ০.৩৩ শতাংশ পড়েছে। এই মুহূর্তে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৮,৭০২ রুপি। এই নিয়ে টানা পাঁচদিন পড়ল স্বর্ণের দাম। 

অন্যদিকে, রুপার দাম কমেছে ১ শতাংশ। এক কেজি রুপোর দাম হয়েছে ৬৫,৮৬৬ রুপি। এর আগের সেশনে সোনার দাম কমেছিল ০.১১ শতাংশ, রুপার দাম ০.৬৪ শতাংশ। সোনার দাম গত আগস্টে হয়েছিল ৫৬,৩০০ রুপি। সেই থেকে প্রায় ৭৫০০ রুপি কমেছে। 

জানা গেছে, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার প্রায় শূন্যের কাছাকাছি রেখেছে। এরই ফলে চাঙ্গা হয়েছে ডলার। বেড়েছে প্রায় ০.১২ শতাংশ। এর ফলে তুলনামূলক দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রা। ফলে দাম কমেছে স্বর্ণের। একইভাবে আন্তর্জাতিক বাজারে ০.২ শতাংশ দাম কমেছে রুপা ও প্ল্যাটিনামের। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর