ক্রমেই চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর। দুর্নীতি মামলা ও করোনা মোকাবিলার অব্যবস্থা। সব মিলিয়ে দিন দিন তার পদত্যাগের দাবি তীব্র হচ্ছে।
গতকাল শনিবার রাতে তার বাসভবনের সামনে শত শত মানুষ জমায়েত হয়ে প্রতিবাদী আন্দোলন করেন। এসময় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এদিকে, বিগত সাত মাস ধরে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। তাদের দাবি, নেতানিয়াহু দুর্নীতি নিয়ে আদালতে ট্রায়াল চলাকালীন প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।
উল্লেখ্য, ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। আগামী ২৩ মার্চের নির্বাচন সামনে রেখে এরকম নানা সমস্যায় জর্জরিত তিনি।
বিডি-প্রতিদিন/শফিক