ভারতে করোনার বিধিনিষেধ ভেঙে তাবলিগ জামাতে অংশ নেওয়ার মামলায় মুক্তি পাওয়া ৩৫ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মুক্তি পাওয়া ওই বিদেশিদের পুলিশের কোনও অভিযোগ না থাকায় গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) তাদেরপাসপোর্ট ফেরত দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন আদালত।
এর আগে, গত বছরের মার্চে দিল্লিতে তাবলিগ জামাতের অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিদেশি নাগরিক। তবে করোনা বিধি অমান্যের অভিযোগ আনা হয়েছিল ওই বিদেশি ৩৫ নাগরিকদের বিরুদ্ধে। সেই মামলায় গতকাল রবিবার দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণকুমার গর্গ নির্দেশ দিয়েছেন, সব বিদেশি নাগরিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। আদালত যে দিন তাদের মুক্তির নির্দেশ দিয়েছিল, সেই দিন পর্যন্ত পুলিশ ওই বিদেশিদের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ আনেনি। বিদেশিদের পাসপোর্ট ফেরানোর ব্যাপারে তদন্তকারী কর্মকর্তাও কোনও আপত্তি তোলেননি।
বিদেশিদের আইনজীবী আশিমা মান্ডলা জানান, মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার ছিল, ফেব্রুয়ারিতে তাও ফিরিয়ে নেওয়া হয়েছে। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশ, তথ্যপ্রমাণ মোতাবেক দেখা যাচ্ছে, গত ১৫ ডিসেম্বর বিদেশি নাগরিকদের আদালত মুক্তি দিয়েছে। পুলিশও তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনও আবেদন করেনি। অতএব ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখে, তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হোক। পাসপোর্টগুলি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছের
বিদেশি নাগরিকদের আইনজীবী আদালতে জানান, গত জানুয়ারিতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, ওই ৩৫ জন বিদেশি যাতে করে নিজেদের দেশে ফিরতে পারেন তা যেন নিশ্চিত করা হয়। ওই বিদেশিরা ১৪টি দেশের নাগরিক। আদালত আগেই বলেছিল, অভিযোগের তালিকায় যাদের নাম ছিল, তাদের কারও কোভিড-১৯ উপসর্গ ছিল না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত