টায়লা জানিয়েছেন, আমি হতাশ হয়ে পড়েছি। লটারি জেতা সহজ বিষয় নয়। তবে এতো কাছাকাছি গিয়েও না জিততে পারায় আমার মন ভেঙে গেছে। আমি ভাবতে শুরু করেছিলাম এতো অর্থ পেলে আমি তা দিয়ে কি করবো! আমি অবশ্যই মালদ্বীপ যেতাম এবং সেখানে সমুদ্রের পাশে কোনো অবকাশ কেন্দ্রে সময় কাটাতাম। এছাড়া, আমি আমার বোন ও মায়ের জন্য বাড়ি কিনতাম।
বিডি-প্রতিদিন/শফিক