২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৫

ইউরোপীয় ইউনিয়নকে ভেনিজুয়েলার পাল্টা জবাব, অবাঞ্ছিত রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নকে ভেনিজুয়েলার পাল্টা জবাব, অবাঞ্ছিত রাষ্ট্রদূত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে ভেনিজুয়েলা ছেড়ে যেতে বলা হয়েছে। খবর পার্সটুডের।

ধারণা করা হচ্ছে, ভেনিজুয়েলার হাইপ্রোফাইল ১৯ জন সরকারি কর্মকর্তার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাল্টা  জবাবেই এই অবাঞ্চিত করার ঘোষণা। গতকাল বুধবার ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছি। তাকে ৭২ ঘণ্টার মধ্যে ভেনিজুয়েলা ছাড়তে হবে।

উল্লেখ্য, গত সোমবার ভেনিজুয়েলার ১৯ জন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। ভেনিজুয়েলার এইসব কর্মকর্তা দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন বলে তাদের অভিযোগ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর