আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ান অবশেষে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রবিবার আরমাভির অঞ্চলে সফরকালে তিনি এ ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্ত মোতাবেক আসন্ন এপ্রিল মাসে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। খবর আনাদোলু এজেন্সির।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এপ্রিলেই পদত্যাগ করবো। তবে ক্ষমতা ছাড়ার উদ্দেশে এ সিদ্ধান্ত নয়। বরং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। তবে পদত্যাগ করলেও আগামী ২০ জুন পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাবেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক