দীর্ঘ ২০ বছর পর মুক্তি পাওয়ার আনন্দ অনুষ্ঠান করায় মজিদ বারবার (৪৫) নামের এক ফিলিস্তিনিকে আবারও গ্রেফতার করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল।
ইসরাইলি জেলখানা থেকে ২০ বছর পর মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মজিদকে বাড়িতে গিয়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে গ্রেফতার করে নিয়ে যায়। জেরুজালেমের রাস-আল-আমৌদ এলাকা থেকে ২০০১ সালে ওই ফিলিস্তিনি যুবককে প্রথম গ্রেফতার করা হয়েছিল।
মজিদের ভাই ইজ্জেদিন বারবার গণমাধ্যমকে জানান, '২০ বছর কারাভোগের পর ২৯ মার্চ মজিদ ইসরাইলি জেল থেকে ছাড়া পান। এ উপলক্ষ্যে তার পরিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরাইলি বাহিনী তার বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ১২ জনকে আহত করে মজিদকে ফের গ্রেফতার করে নিয়ে যায়।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির