ইরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী তেহরানে বুধবার (১৯ মে) স্বাস্থ্যবিধি মেনে তেহরানের বাসিন্দারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এ সময় তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দখলদার ইসরায়েলের পতাকায় আগুন দেন এবং ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে শ্লোগান দেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
ইরানি বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ও দখলদার বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। তারা আমেরিকা এবং বিশ্বাসঘাতক দেশগুলোর বিরুদ্ধেও শ্লোগান দিয়েছেন। তেহরান ছাড়াও ইরানের আরও কয়েকটি শহরে একই ধরণের বিক্ষোভ সমাবেশ হয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ইরানের সরকার ও জনগণ। ফিলিস্তিনের ছয়টি সংগ্রামী সংগঠন এরই মধ্যে ইরানের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে চিঠি পাঠিয়েছেন। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আবু জাফর