ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এদিকে, বিভিন্ন দেশের নিন্দা ও ক্ষোভ প্রকাশের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তিনি অবরুদ্ধ গাজা পুরোপুরি দখল নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র গাজায় হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। এরপর এই চাপকে পাত্তা না নিয়েই গাজায় ‘চূড়ান্ত লক্ষ্যমাত্রা’ অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ২২৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৬৪ শিশু ও ৩৮ নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন অন্তত ৫৮ হাজার ফিলিস্তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর