ভিয়েতনামে ৭০ কেজি মাদক পাচারের উদ্দ্যেশ্যে কম্বোডিয়ার রাজধানী নমপেনে লিউ জিক (৪০) এবং চান হাং ফাই (৫৮) নামের দুই চীনা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী বিভাগের কর্মকর্তারা এবং নমপেন পুলিশের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৫২,৭৬৮ টি এমডিএমএ ট্যাবলেটসহ ৪৯ কিলোগ্রাম হেরোইন, ১১.৭৯ কিলোগ্রাম মেথমেটামিন মোট ৭০.৭২ কিলোগ্রাম এবং প্রচুর পরিমাণে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কম্বোডিয়া পুলিশ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির