জাপানের উয়েনো চিড়িয়াখানায় বিপন্ন প্রজাতির জায়ান্ট পান্ডা শিন শিন বুধবার যমজ শাবকের জন্ম দিয়েছে। জায়ান্ট পান্ডার জমজ শাবক জন্ম দেওয়ার ঘটনা সচরাসচর ঘটে না। তাই যমজ শাবকের জন্মের পর উল্লসিত হয়ে পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। উয়েনো চিড়িয়াখানার পরিচালক ইয়ুতাকা ফুকুদা জানান, ‘প্রথমবারের মতো এখানে পান্ডার যমজ শাবকের জন্ম হয়েছে। দ্বিতীয় শাবকটির জন্মের খবর শুনে আমি খুশিতে চিৎকার করেছিলাম।’
তবে শাবক দুটি ছেলে নাকি মেয়ে, সেটা এখনো জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রায়ই দেখা যায়, যমজ শাবক জন্ম নিলে দেখা যায় একটি বাঁচে না। এ বিষয়ে বেশ সতর্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা একটি শাবককে ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চিড়িয়াখানাটির মুখপাত্র নাওয়া ওহাসি বলেন, ‘মা পান্ডাটি যখন একটি শাবককে দুধ খাওয়াবে, ওই সময় আমরা অন্য শাবকটিকে ইনকিউবেটরে রাখব।’
শিন শিনের বয়স ১৫ বছর। তার সঙ্গীর নাম রি রি। দুটি পান্ডাকেই চীন থেকে জাপানে আনা হয়েছিল। এর আগে ২০১৭ সালে জিয়াং জিয়াং নামে আরেকটি শাবকের জন্ম দেয় শিন শিন।
বিডি প্রতিদিন/ফারজানা