যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির সার্ফসাইড এলাকায় ১২তলা একটি ভবন ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধারকর্মীরা ৩৫ জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এখনো ওই ভবনের অর্ধশতাধিক বাসিন্দা নিখোঁজ রয়েছেন। এই তালিকায় আছেন প্যারাগুয়ের ফার্স্ট লেডি সিলভানা লোপেজ মোরেইরার বোন ও তার পরিবার। তাদের খোঁজ নিতে বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্যারাগুয়ে প্রেসিডেন্ট ভবনের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, দেশটির ফার্স্ট লেডি, তার বাবা-মা, তার বোনের শশুড়বাড়ির লোকজন ফ্লোরিডায় পৌঁছেছেন। কেননা ধসে পড়া ভনটিতে সিলভানা লোপেজ মোরেইরার বোন সোফিয়া লোপেজ মোরেইরা, তার স্বামী লুইস প্যাটেনগিল ও তাদের তিন সন্তান অবস্থান করছিলেন। তারা করোনাভাইরাসের টিকা গ্রহণ করার জন্য মিয়ামাইতে এসেছিলেন।
এদিকে, টুইটার পোস্টের সৌজন্যে ভবনটি ধসে পড়ার একটি ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অ্যান্ডি স্ল্যাটার নামে একজন টিভি হোস্ট ভিডিওটি পোস্ট করেন। পুলিশ বলেছে, ওই ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক