চীনের সাংহাইয়ের ইস্ট চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল'র আন্তর্জাতিক আইনের সহযোগী অধ্যাপক বাও ইনান বহুবিবাহের পক্ষ নেওয়ায় বরখাস্ত হয়েছেন। তিনি তার উইচ্যাট মোমেন্টসে বুদ্ধিজীবীর জন্য বহুবিবাহের অনুমতি দেওয়ার পক্ষে যুক্তি দেওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টির কমিটির অধীনে শিক্ষক কর্ম ইউনিট সপ্তাহান্তে একটি বিবৃতি জারি করে বলেছে, অনলাইনে ভুল মতামত প্রকাশের জন্য বাওকে সমস্ত শিক্ষকতার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ বাওয়ের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে। সরকারী নীতি বা অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন মতামত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীন সরকার। কিছু বেসরকারি চ্যানেলে বহুবিবাহ নিয়ে তার মন্তব্য জনসাধারণের প্ল্যাটফর্মে ফাঁস হয়ে যায়, যার ফলে এই প্রতিক্রিয়া দেখা দেয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির