যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অবৈধভাবে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করতে হবে।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের স্থায়ী প্রতিনিধি এ সব কথা বলেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এ অধিবেশনে আলোচনা করা হয় তবে সিরিয়াকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
রাভাঞ্চি বলেন, সিরিয়ার অংশ বিশেষে এখনো বিদেশি সেনাদের দখলদারিত্ব রয়েছে, কোথাও কোথাও বিচ্ছিন্নতাবাদীদের কর্তৃত্ব রয়েছে, কোথাও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন চালাচ্ছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার কবলে পড়ে আছে। তবে প্রায় শুরু থেকে ইরান সিরিয়াকে সামরিক উপদেষ্টা হিসেবে সহযোগিতা করে আসছে। এছাড়া, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ কাঁধে কাধে মিলিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন