২ আগস্ট, ২০২১ ১৭:২০

মালয়েশিয়ার সংসদে বিরোধীদের মিছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সংসদে বিরোধীদের মিছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

বিরোধীদলীয় সংসদ সদস্যরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হন। তখন পুলিশ তাদের বাধা দেয়। ছবি- রয়টার্স

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে দেশটির বিরোধী সংসদ সদস্যরা পার্লামেন্ট ভবনের বাইরে মিছিল করেছেন।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সোমবার প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন স্থগিত করার পর এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার নির্ধারিত চূড়ান্ত সংসদ অধিবেশন স্থগিত করার জন্য মুহিউদ্দিন কোভিড-১১ সংক্রমণের শনাক্তের কথা উল্লেখ করেন। কিন্তু বিরোধীরা এটিকে তার নেতৃত্বের প্রতি যেকোনো চ্যালেঞ্জ রোধ করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিহিত করেন। তখন বিরোধীদলীয় সংসদ সদস্যরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হন। তখন পুলিশ তাদের বাধা দেয়।

বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশের সংবিধান ও রাজার আদেশের বিরুদ্ধে যাওয়া এবং আইনপ্রণেতাদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ১০৭ জন বিরোধী সাংসদ একজোট হয়েছেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর