গুলি করে এক তরুণ নেতাকে হত্যা করার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভারতের পাঞ্জাব প্রদেশের মোহালি জেলায় আকালি দলের যুব শাখার ওই নেতাকে শনিবার গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হত্যার মুহূর্তটি। সেই ভিডিও দেখে সবাই শিউরে উঠেছেন।
দেশটির পুলিশ জানিয়েছে, ভিকি মিট্টুখেরা নামের ওই নেতা সেক্টর ৭১-এর মাটোর মার্কেটে নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। সেই সময়ই তার উপরে চড়াও হয় দুর্বৃত্তরা। তারপরই তারা গুলি চালাতে থাকে। সেখানেই লুটিয়ে পড়তে দেখা যায় ওই নেতাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, অনেকক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করছিল দুর্বৃত্তরা। তারা মাস্ক পরা ছিল। গুলি চালানোর পরে গাড়িতে চড়ে চলে যায় দুর্বৃত্তরা। এরপর ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এই তরুণ নেতার কেনো এভাবে মর্মান্তিক মৃত্যু হল ? এমন প্রশ্নে দেশটির পুলিশের ধারণা, আকালি দলের যুব শাখার ওই নেতার বিরুদ্ধে হামলার পিছনে সম্ভবত রয়েছে পুরনো প্রতিহিংসা।
এদিকে ভিকির মৃত্যুর পরে পাঞ্জাবের আকালি দলের বর্ষীয়ান নেতা ও দলের মুখপাত্র দলজিৎ সিং জানিয়েছেন, এই হামলার ঘটনা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত ছবিটা ফুটে উঠেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার