ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তিনদিনের মার্কিন সফরে যাচ্ছেন। এর আগে, তার বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।
ভারতের সংবাদ সংস্থা জানিয়েছে, মোদীর বিমান যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চেয়ে আবেদন করা হয়েছিল। ইসলামাবাদ এব্যাপারে সম্মতি দিয়েছে।
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। তাকেও ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সেসময় ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক