মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সম্প্রতি অন্তত তিনশটি অলিভ রিডলে বিপন্ন প্রজাতির মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপগুলো পানিতে ডুবে মারা যেতে পারে বলে মেক্সিকোর পরিবশবিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে ধারণা করছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ মাছ ধরার জালে আটকা পড়তে পারে কচ্ছপগুলো, অথবা পরিত্যক্ত জালেও আটকা পড়তে পারে যেগুলো “ঘোস্ট নেটস” নামে পরিচিত।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে অলিভ রিডলে প্রজাতির এই কচ্ছপটি। সংস্থাটি জানায়, এই কচ্ছপ প্রজাতির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। খুব স্বল্প পরিমাণে টিকে আছে তারা।
মেক্সিকোর পশ্চিম উপকূলের ওক্সাকা সৈকতে মৃত কচ্ছপগুলো পাওয়া যায়। জানা গেছে, এই অঞ্চলে তারা ডিম দিতে আসতো এবং মৃত কচ্ছপগুলোর সবকটি স্ত্রী জাতের, বলেন বিশেষজ্ঞ আর্নেস্ট আলবাভেরা প্যাডিলা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ