স্ত্রীর অত্যাচার সইতে না পেরে ইতালির এক যুবক নিজ ইচ্ছায় কারাগারে গেছেন। এর আগে তিনি দেশটির স্থানীয় প্রশাসনের নিকট জেলে যাওয়ার আবেদন জানায়।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডটকমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আলবেনিয়ার নাগরিক ওই যুবকের নাম ফেরান্তে। তাকে মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েক মাস ধরে গৃহবন্দি রাখা হয়। তার সাথে তার স্ত্রী ও তার পরিবার থাকতেন। তবে তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে স্বেচ্ছায় কারাগারে থাকার আবেদন জানান।
ফেরান্তে বলেন, ‘তিনি তার স্ত্রী ও পরিবার নিয়ে বাড়িতে থাকতেন। এখন আর ভালো যাচ্ছিল না। তিনি বলেন, শোন, আমার ঘরোয়া জীবন নরকে পরিণত হয়েছে। আমি আর পারছি না, আমি জেলে যেতে চাই।’
বিডি প্রতিদিন/আবু জাফর