উদ্বেগ আর কাটছে না রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে। সম্প্রতি তিনি হাসপাতালে একদিনের জন্য ভর্তি ছিলেন। এই নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছিল। যদিও বাকিংহাম প্যালেসের তরফ থেকে জানানো হয়, রানি সুস্থই আছেন। কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডের সফর বাতিল করার পরে এবার স্কটল্যান্ডের গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনেও থাকছেন না ব্রিটেনের রানি। যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্রের খবর, রানি দ্বিতীয় এলিজাবেথকে আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসময়ে তাকে সরকারি সফরে না যেতে অনুরোধ করা হয়েছে। রানিকে দরকার হলে হালকা কোনো দায়িত্ব পালন করতে পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভার্চ্যুয়ালি দর্শকদের সঙ্গে সাক্ষাত। রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে, আগামী ১৪ই নভেম্বর সিনোটাফে হবে রিমেমব্রেন্স সানডে সার্ভিস। তাতে উপস্থিত হতে দৃঢ় সংকল্প রয়েছে রানীর।
এর আগে গত সপ্তাহে আয়ারল্যান্ডের বেলফাস্টে দেশভাগের শতবর্ষ পালন অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন রানি। সেই সময়ও জানানো হয়েছিল চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত। গত সপ্তাহেই একরাতের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এলিজাবেথকে। তবে সেই সময় রাজ পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য়ই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এবার গ্লাসগো সম্মেলন থেকে নিজেকে সরিয়ে নিলেন রানি।
সবচেয়ে বেশিদিন ব্রিটেনের রানি হিসেবে থাকার নজির গড়েছেন ৯৫ বছরের এলিজাবেথ। ১৯৫২ সালে তিনি ইংল্যান্ডের রানির পদে অভিষিক্ত হন। গত এপ্রিলে তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যু হয়। দীর্ঘদিনের দাম্পত্যের বিচ্ছেদ-যন্ত্রণা সামলেও রানি দ্বিতীয় এলিজাবেথ গত জুনে ব্রিটেনে জি-৭ বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরেই রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত