জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের নীতি ও মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন হলিউড তারকা টার্মিনেটর খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।
কপ২৬ (COP26) জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন নিয়ে সমালোচনা করেন তিনি।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাক্তন এই গভর্নর বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ নিলে তাতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন যেসব বিশ্ব নেতা তারা স্টুপিড বা লায়ার।
তিনি আরও বলেন, কার্বন নিঃসরণ কমলে বৈশ্বিক অর্থনীতির জন্য তা লাভজনক হবে। ক্যালিফোর্নিয়ার ধারাবাহিক অর্থনৈতিক সাফল্য ও কর্মসংস্থান সৃষ্টি প্রমাণ করে যে, কার্বন ডাই অক্সাইড কমানো ও সম্পদ বাড়ানো হাতে হাত ধরেই করা যায়।
তিনি বলেন, ‘তারা লায়ার, তারা স্টুপিড। কিংবা তারা হয়তো জানে না কীভাবে এটা করতে হয়, কারণ আমরা বের করেছি কিভাবে এটি করতে হয় এবং এটা করা পুরোটাই আত্মবিশ্বাস থাকার ওপর নির্ভর করে।’
২০০৩ এবং ২০০১ এর মধ্যে গভর্নর থাকাকালীন পরিষ্কার বায়ু এবং পুনর্নবায়নযোগ্য শক্তির একজন চ্যাম্পিয়ন হয়েছিলেন শোয়ার্জনেগার। তিনি শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন।
তিনি কার্বন নিঃসরণ কমানোর নীতি বাস্তবায়নে তার খ্যাতি এবং প্রভাব ব্যবহার করেছেন। এ জন্য তিনি শোয়ার্জনেগার ক্লাইমেট ইনিশিয়েটিভ নামে একটি সংগঠনও তৈরি করেছেন।
তিনি আগামী সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু আলোচনায় উপস্থিত থাকার পরিকল্পনা করছেন, কিন্তু টপ-ডাউন সিস্টেমে খুব একটা বিশ্বাস রাখেন না- জনগণের চাপ এবং প্রযুক্তিগত পরিবর্তন থেকে আসা সমাধানই দেখতে পছন্দ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন