কার্গো জাহাজ ভর্তি চারশ' অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রীস। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (স্থানীয় সময়) গ্রীসের ক্রিট দ্বীপের কাছে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করে ভূমধ্যসাগর পারি দিচ্ছিল।
গ্রীস বলছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের ঘটনা। উদ্ধারকারী কোস্টগার্ড বাহিনী জাহাজটিকে শুক্রবারই তীরে ভিড়িয়েছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অন্যতম রুট হল গ্রিস। তবে ২০১৬ সালে ইইউয়ের সাথে তুরস্কের চুক্তির পর এই সংখ্যা অনেক কমে গেলেও অভিবাসনপ্রত্যাশীদের ঢল অব্যাহত রয়েছে। এর আগে, গত মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে একটি নৌকা ডুবে চারজন মারা যায়।
বিডি-প্রতিদিন/শফিক