গাজা সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মহড়া চলবে।
রবিবার সকালে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের অংশগ্রহণে যৌথ এই মহড়া শুরু হয়।
এই মহড়ায় মূলত একইসঙ্গে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা খতিয়ে দেখার চেষ্টা করবে দখলদার ইসরায়েল। এছাড়া নিখুঁত ক্ষেপণাস্ত্র মোকাবেলার কৌশল নিয়েও কাজ করবে তারা।
হাইফা এলাকায় অবস্থিত বিপজ্জনক উপাদানের কারখানাগুলোকে সম্ভাব্য হামলা থেকে রক্ষার কৌশল খতিয়ে দেখবে ইসরায়েল।
এই মহড়াকে নিয়মিত কর্মসূচি হিসেবে তুলে ধরে ইসরায়েল বলেছে, সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই মহড়া চলবে। তবে পর্যবেক্ষকরা গাজা সীমান্তে এ ধরনের মহড়াকে উসকানিমূলক ও বিদ্বেষী তৎপরতা হিসেবে মনে করছেন।
তাদের মতে, এর মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা। তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না।
গত প্রায় এক দশকে গাজার মানুষের ওপর কয়েকটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। কিন্তু সব যুদ্ধেই পুরোপুরি পরাজিত হয়েছে তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন