ইয়েমেনের মারিব প্রদেশের একটি মসজিদ ও ধর্মীয় স্কুলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে নারী ও শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছেন।
আজ সোমবার এই খবর দিয়েছে খালিজ টাইমস।
খালিজ টাইমসের খবরে বলা হয়, এই হামলায় দুইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে এটা হুথি বিদ্রোহীদের কাজ। তবে তারা বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
ইয়েমেনের মারিব প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র বিরোধ চলছে। জাতিসংঘের হিসেব মতে, শুধু সেপ্টেম্বর মাসে সেখানে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর