বৃষ্টির জন্য সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম ও নববিসহ বিভিন্ন মসজিদে ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায় করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। গতকাল বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই নামাজ আদায় করা হয় বলে জানা গেছে।
এদিন বৃষ্টির জন্য সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পবিত্র মসজিদ আল-হারামে। পবিত্র কাবা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ নামাজে মক্কার গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল অংশ নেন। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। নামাজের পর তিনি রীতি অনুযায়ী খুতবা পাঠ করেন।
সৌদির সব অঞ্চলে বৃষ্টির জন্য এই নামাজের দ্বিতীয় বড় জামাত হয়েছে মদিনার মসজিদে নববীতে। সেখানে ড. আবদুল মুহসিন আল কাসিম ইমামতি করেন। সেখানে অংশ নেন মদিনা মোনাওয়ারার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।
সৌদি গেজেটে প্রকাশিত তথ্যমতে, খুতবায় মুসলমানদের তাদের পাপের জন্য অনুতপ্ত হতে এবং ক্ষমার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা করার আহ্বান জানানো হয়। তারা বৃষ্টিপাতের জন্য লোকদেরকে ভাল ও দানশীল কাজ করার পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/শফিক