ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সাবেক প্রেসিডেন্ট ফার্ডিনান্ড এমানুয়েল ইদ্রালিন মারকোস সিনিয়রের সন্তান। ফার্ডিনান্ড ফিলিপাইনের ১০ম প্রেসিডেন্ট (১৯৬৫-১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার নির্বাচনের মাঠে নেমেছেন তার ছেলে ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা ছিল বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে দাবাও শহরের মেয়র সারার। প্রার্থী হিসেবে এগিয়েও ছিলেন সারা। তবে ভক্ত-সমর্থকদের অসন্তুষ্ট করে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সারা সরে যাওয়ায় ফার্ডিন্যান্ড বাড়তি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এ বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সারার বাবা দুতার্তে। তবে সে ঘোষণা থেকে সরে এসে সিনেটর পদে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা