আবার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদার ইসরায়েলের সেনারা। আজ মঙ্গলবার অধিকৃত পশ্চিমতীরে সাদ্দাম হোসেন বেনি অদেহ (২৬) নামে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পার্সটুডের।
তবে এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তাকে গুলি করে হত্যা করা হয় বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সাদ্দামকে নাবলুস শহরে ইসরায়েলি একটি নিরাপত্তাচৌকির সামনে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে ইহুদিবাদীদের আগ্রাসন। গত সপ্তাহেও ১৩ বছরের এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পশ্চিমতীরে ১৩০টি অবৈধ ইহুদি বসতিতে ৫ লাখ ইহুদি বসবাস করে। তাদের নিরাপত্তার অজুহাতে বিনাকারণে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।
বিডি-প্রতিদিন/শফিক