আমেরিকান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপে আসতে চলেছে। এগুলো ফের সামরিক সংঘাতের দুঃস্বপ্নের দৃশ্য ফিরিয়ে আনছে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুইডেনে একটি ইউরোপীয় নিরাপত্তা সম্মেলনে ল্যাভরভ একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা চুক্তির ধারণা তুলে ধরেন। এই মহাদেশের পূর্বদিকে ন্যাটোর বিস্তার ঠেকাতেই এই চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে, ইউক্রেন সীমান্তে জড়ো হওয়া রাশিয়ান সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা সতর্ক করে বলেছে, আগ্রাসন চালালে রাশিয়ার ওপর অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন নিষেধাজ্ঞা দেওয়া হবে। বুধবার (১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্টেট সেক্রেটারি এন্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নেবেন কিনা তা আমরা জানি না। আমরা জানি, তিনি এটা করার ক্ষমতা রাখেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ