ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা নিয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে অভিযোগ করেছে তা নাকচ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
তিনি বলেন, ৫ মাত্রা, ২০ মাত্রা কিংবা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয় রয়েছে, তবে ইরান ৯০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে- এমন কোনো তথ্য আইএইএ'র কাছে নেই।
ফ্রান্স-২৪ টেলিভিশনে এক সাক্ষাৎকারে আইএইএ'র মহাপরিচালক রাফায়েল এমনটা জানিয়েছেন। ইসরায়েল এ অভিযোগটি আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর কাছে উত্থাপন করেছে।
উল্লেখ্য, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয় নিয়ে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে তখন ইসরায়েল এই অভিযোগ ছড়াচ্ছে বলে অভিযোগ তেহরানের। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক