৪ ডিসেম্বর, ২০২১ ০৬:০৩

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

অনলাইন ডেস্ক

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে। 

উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আমিরাত সফর শেষে সৌদি আরব ও কাতার সফর করারও কথা রয়েছে তার। ম্যাক্রোঁ আমিরাত সফরে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

দুবাই এক্সপো ২০২০ সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রোঁ এবং মোহাম্মদ বিন জায়েদ। চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স।

প্রসঙ্গত, আমিরাতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। এই চুক্তির মধ্যে দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর