২৩ জানুয়ারি, ২০২২ ১২:৪১

প্রয়োজনে অখিলেশকে সমর্থন দেবেন, বললেন প্রিয়াঙ্কা গান্ধী

অনলাইন ডেস্ক

প্রয়োজনে অখিলেশকে সমর্থন দেবেন, বললেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের উত্তর প্রদেশে নির্বাচনের পর প্রয়োজন হলে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গঠন করতে পারে কংগ্রেস। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী এমন ইঙ্গিত দিয়েছেন। 

প্রয়োজনে অখিলেশ যাদব ও সমাজবাদী পার্টিকে সমর্থন দেবেন কী না- এমন প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‌‘যদি এমন পরিস্থিতি আসে, কেন নয়?’

উত্তর প্রদেশে জোট সরকার গঠনে সমর্থন আছে কী না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘হ্যাঁ। কিন্তু নারী ও তরুণদের জন্য আমাদের কর্মসূচি বাস্তবায়িত করার শর্তও মানতে হবে।’

উত্তর প্রদেশে তিন দশক ধরে ক্ষমতায় যেতে পারেনি কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকার গড়তে পারবে কী না এমন প্রশ্নে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমরা নিশ্চিত নই। তবে আড়াই বছরের চেষ্টায় ১ লাখের বেশি প্রতিশ্রুতিবদ্ধ ও প্রশিক্ষিত কর্মী তৈরি হয়েছে। তাদের কঠোর পরিশ্রমের কারণে উত্তর প্রদেশের রাজনৈতিক ক্যানভাসে ‘ম্যায় লাড়কি হু, লড় সাকতি হু’ (আমি মেয়ে, আমিও লড়াই করতে পারি) ধ্বনিত হচ্ছে।’

বিজেপির খোঁচা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘খোঁচা দেওয়া তাদের চাকরি, কিন্তু আমাদের দায়িত্ব মনোযোগ যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখা। আমরা ভবিষ্যৎ ভারতের জন্য রাজনীতি করছি যেটা দেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের গতিপথ ঠিক করে দেবে।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর