ইয়েমেনে সৌদি জোটের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। শনিবার ফিলিস্তিনের গাজার অধিবাসীরা ইয়েমেনিদের প্রতি সংহতি প্রকাশ করে নানা স্লোগান দেন।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
সংগঠনটির প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ এই বিক্ষোভে ভাষণে বলেছেন, ইয়েমেনের মজলুম জনগণের বিরুদ্ধে সৌদি জোটের হামলার নিন্দা জানাচ্ছি। তারা ইহুদিবাদী ইসরায়েলের হত্যা-নৃশংসতা ও দখলদারির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ইয়েমেনের বেসামরিক মুসলিম জনগণকে হত্যা করছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে এ ধরনের ভ্রাতৃঘাতী তৎপরতা বন্ধ করতে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বেশ কয়েকটি পশ্চিমা দেশের অস্ত্র ও রসদ সহায়তা নিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দারিদ্রপীড়িত এই দেশটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন