আফগানিস্তান থেকে পাকিস্তানের একটি দূরবর্তী পাহাড়ি গিরিপথ অতিক্রম করার সময় তুষারধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে। একজন তালেবান কর্মকর্তা এ তথ্য জানান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, কাজের সন্ধানে বা ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাহাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য আফগান নাগরিক অবৈধভাবে পাকিস্তানে পাড়ি জমায়।
আফগানিস্তানের পূর্ব কুনার প্রদেশের তথ্যবিভাগের প্রধান নাজিবুল্লাহ হাসান আবদাল এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনো তুষারধসের ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ