ঘটনাটি যুক্তরাষ্ট্রের। সেখানে রেবেকা হগ নামের ২৯ বছর বয়সী এক নারী তার নিজের সন্তান হত্যার ঘটনায় দণ্ড দেওয়া হয়েছে। যদিও তার সেই শিশু সন্তানকে হত্যা করেছে তারই প্রেমিক। তবে এ ঘটনায় সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রেবেকাকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। খবর বিবিসির।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নারী রেবেকা দুই বছর বয়সী ছেলে জেরেমিয়াহ রাইডারকে হত্যা করে তার প্রেমিক ক্রিস্টোফার ট্রেন্ড। কিন্তু মা হয়ে সন্তানের সুরক্ষা দিতে না পারার দায়ে তাকে ১৩ মাস কারাদণ্ড দেয়া হয়েছে। বিচার চলার সময় এরইমধ্যে তিন মাস কারাগারে কাটিছেন তিনি। শুনানিতে রেবেকা আদালত বলেন, ধারণা ছিল না যে ট্রেন্ড তার সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত শারীরিক নির্যাতন করতে পারে। সন্তানের শরীরে আঘাতেরও চিহ্ন পান তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে নববর্ষে শিশু রাইডারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন ভোরে কাজ শেষে বাড়ি ফিরে সন্তানকে মৃত অবস্থায় পান রেবেকা। এ ঘটনার পর তার বয়ফ্রেন্ড ট্রেন্ড পালিয়ে যায়। এ ঘটনায় রেবেকা হগের আজীবন কারাদণ্ডের সাজা চাওয়া হয়েছিল। তবে আদালতে মনে করেছেন, ১৬ মাসের সাজাই তার জন্য যথেষ্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারও।
বিডি-প্রতিদিন/শফিক