এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন 'দ্য গ্রেট খালি'। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন রেসলিং স্টার 'খালি' তথা দালিপ সিং রানা। ভারতের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিলেন তিনি। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে নির্বাচন। কাউন্টিং ১০ মার্চ।
বিগত কয়েকদিন ধরেই খালির রাজনীতিতে পদার্পণ করা নিয়ে চর্চা চলছিল। শেষ পর্যন্ত পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিলেন তিনি। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে খালি বলেন, 'বিজেপিতে যোগ দিতে পেরে আমি খুশি। আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের হয়ে যা করছেন তাতে আমার মনে হয়েছে দেশের উন্নয়নের স্বার্থে এই সরকারের অঙ্গ হওয়া উচিত।'
২০২০ সালে দিল্লিতে কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন ই তারকা রেসলার। ভারতবাসীকে অনুরোধ করেছিলেন কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। ২০০০ সালে পেশাদার রেসলার হিসেবে ক্যারিয়ার শুরু করেন খালি। তার আগে পাঞ্জাব পুলিশে অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ