২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করে বাহরাইন।
সম্পর্ক স্থাপনের দুই বছর পর এবার এক ইসরায়েলি নৌ-কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে উপসাগরীয় রাষ্ট্র বাহরাইন।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে-এ অঞ্চলে নৌ-পথের স্বাধীনতা নিশ্চিত করতে ইসরায়েলি নৌ-কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের লিয়াজো কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে এ ইসরায়েলি নৌ-কর্মকর্তাকে বাহরাইনে নিয়োগ করা হয়েছে।
যে ইসরায়েলি নৌ-কর্মকর্তাকে বাহরাইনে নিয়োগ করার কথা বলা হয়েছে, তিনি একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে এখানে যোগ দিয়েছেন। এ আন্তর্জাতিক জোটে ৩৪টির বেশি দেশ রয়েছে। এ আন্তর্জাতিক জোট এ অঞ্চলে সামুদ্রিক নৌ-পথের স্বাধীনতা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে সুরক্ষা দেবে। এছাড়া এ অঞ্চলের সমুদ্রে জলদস্যুতা ও উগ্রবাদ প্রতিহত করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন