ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। তবে ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে ‘চরম পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই বার্তা দেবেন। রবিবার জার্মানির সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকে ‘চ্যান্সেলর স্পষ্ট করে দেবেন যে, ইউক্রেনের উপর যেকোনো আক্রমণের গুরুতর পরিণতি হবে ... এবং এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যকার ঐক্যকে অবমূল্যায়ন করা উচিত নয়।’
উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে চ্যান্সেলর ওলাফ স্কোলজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করতে যাবেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়ন করেছে রাশিয়া। যে কোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ