ইউক্রেন সীমান্তে শুধু সামরিক মহড়াই চালাচ্ছে না রাশিয়া। দেশটিকে তিনদিক থেকে ঘিরেও ফেলেছে রুশ সেনাবাহিনী। ইউরোপ ও আমেরিকার কোনো হুমকি কানেই নিচ্ছে না রাশিয়া। আর এই কর্মকাণ্ড থেকে ধারণা করা হচ্ছে, যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে, মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে না। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও এই ইঙ্গিত দিয়েছেন।
একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে রবিবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জন কিরবি আরও বলেন, ইউক্রেনে যে কোনো দিন রাশিয়া আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অবস্থানরত সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো সময় আক্রমণ করার মতো রাশিয়ার সামরিক সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ