আবারও শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। এরই মধ্যে মার্কিন কর্তৃপক্ষ এই ঝড়ের কারণে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঞ্চলে এরইমধ্যে তুষার ঝড়, প্রচন্ড বাতাসসহ বজ্রপাতের সতর্কতা জারি করেছে।
এছাড়া শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি টর্নেডো অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এর মধ্যে মিসিসিপি, মিশিগান ও টেনেসিতে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এসময় অঞ্চলগুলোতে ভারি তুষারপাতের কারণে সড়ক, মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।
অন্যদিকে, ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে নেদারল্যান্ড, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও। ক্ষয়ক্ষতি এড়াতে দেড় শতাধিক ফ্লাইট বাতিল করেছে ডাচ কর্তৃপক্ষ। আর আয়ারল্যান্ডে আঘাত হেনেছে ঝড় 'ডাডলি'। নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
বিডি-প্রতিদিন/শফিক