দুই সপ্তাহ আগে মরক্কোতে কুয়ায় পড়ে শিশু রায়ানের মৃত্যু বিশ্ববাসীকে নাড়া দেয়। এবার আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে আটকে থাকার পর একটি শিশুকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।
মঙ্গলবার আফগানিস্তানের খরা বিধ্বস্ত জাবুল প্রদেশে হায়াদার নামে এক শিশু (৬) গভীর কুয়ায় পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে উদ্ধারকর্মীরা টানা তিন দিন চেষ্টা চালান। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশের স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, শিশুটি শেষের দিকে আর সাড়া দিচ্ছিল না এবং তাকে বের করে আনার পর দেখা যায় সে আর নিঃশ্বাস নিচ্ছে না।
উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোনো সাড়াশব্দ তারা পাচ্ছিলেন না।
উদ্ধারকারী দল মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী কাবুলের হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হয়েছিল।
তালেবান শাসিত সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি এক টুইট বার্তায় বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, হায়দার আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে।
বার্তা সংস্থাকে এএফপি জাবুল পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহার জানান, উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর প্রথম কয়েক মিনিট তার নিঃশ্বাস পড়ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের দল তাকে অক্সিজেন দেয়। চিকিৎসক দলটি যখন তাকে হেলিকপ্টারে তোলার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শিশুটি মারা যায়।
শিশুটির দাদা হাজি আব্দুল হাদি বলেন, শিশু হায়দার শুষ্ক মাটিতে গর্ত খুড়তে সহায়তা করার একপর্যায়ে কুয়ায় পড়ে যায়।
কর্মকর্তারা জানান, শিশুটি ৮০ মিটার গভীর কুয়ায় পড়ে যান। দড়ির সাহয্যে তাকে ১০ মিটার উপরে নিয়ে আসা হয়। কিন্তু এরপর আর আনা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দেখা যায়, কুয়ার ভেতর শিশু হায়দার আটকা পড়েছে। শিশুটির দুই বাহু ও শরীরের ওপরের অংশ নড়াচড়া করতে দেখা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন