ইউক্রেন সীমান্তে রুশ সেনা জড়ো করার পর থেকে রাশিয়াকে নানা রকম সতর্কতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ হামলার পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোও রাশিয়ার এমন কাণ্ডে উদ্বিগ্ন।
রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না বারবার এমন ঘোষণা দিয়েও পশ্চিমাদের বিশ্বাস অর্জন করতে পারছে না মস্কো। তাই এসব বিষয়ে ভবিষ্যত পদক্ষেপ নিতেই শুক্রবার নিজের নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুতিনের সভায় কি নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি ক্রেমলিন।
বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ক্রেমলিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বক্তব্য মোটেও পরিষ্কার নয়।
বিডি প্রতিদিন/নাজমুল