মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে, দেশটিতে ৮০ ভাগ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে ভারত। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের খবরে তেমনটাই বলা হয়েছে।
সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, চুক্তিটি হলে আগামী দুই বছরে আমিরাতে ভারতের টেক্সটাইল পণ্য রপ্তানি ২ বিলিয়ন ডলার বাড়বে। সাথে প্লাস্টিক পণ্য রপ্তানির হারও তিন গুণের মতো বাড়তে পারে।
আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলার বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চুক্তিতে। বর্তমানে এর পরিমাণ ছয় হাজার কোটি ডলার। আমিরাতের সাথে চুক্তি সই হলে ভারতের রত্ন ও গহনা, টেক্সটাইল, প্রকৌশল পণ্য, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা পণ্য, অটোমোবাইল, চামড়া, ক্রীড়া সামগ্রী ও আসবাব শিল্পে পাঁচ লাখের বেশি কর্মসংস্থান হবে।
বিডি প্রতিদিন/নাজমুল