ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ডনবাসের দুইটি স্বশাসিত অঞ্চল। যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে যে কোনও সময় যুদ্ধ বেধে যেতে পারে। এ অবস্থায় ইউক্রেনের বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এই দুই এলাকার বাসিন্দাদের রাশিয়ায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এবার ওই দুইটি অঞ্চল থেকে রাশিয়ায় আসা মানুষদের আশ্রয় ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
একটি বিবৃতিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এমন খবরই প্রকাশ্যে আনছে ক্রেমলিন। সেই বিবৃতিতে ক্রেমলিন জানায়, যে মন্ত্রী জরুরি পরিস্থিতির দায়িত্বে রয়েছেন, তাকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। ডনবাস থেকে আগত শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আরও বলা হয়, ডনবাস থেকে আসা প্রত্যেক মানুষকে ১০ হাজার রুবল দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে তাদের গরম খাবার এবং চিকিৎসা পরিষেবাসহ যাবতীয় প্রয়োজনীয় কিছুর ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছেন।
এদিকে সীমান্তে রুশ সেনা মোতায়েনের মধ্যে পূর্ব ইউক্রেনে পাল্টাপাল্টি মর্টার বর্ষণের ঘটনায় ওয়াশিংটন ও তাদের মিত্ররা আশঙ্কা করেছে ওই এলাকায় সহিংসতা বৃদ্ধিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই সঙ্গীন। যা আরওই মাত্রা পেয়েছে স্বঘোষিত ডনেটস্ক পিউপিল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিনের ঘোষণায়। সামাজিক মাধ্যমে তিনি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের উদ্বাস্তুদের আশ্রয় দিতে সম্মত হয়েছে রাশিয়া। নারী, শিশু এবং বৃদ্ধদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ