রাশিয়ার দাবি উড়িয়ে দিলেন ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কোথাও পালাননি, তিনি রাজধানী কিয়েভেই আছেন।
রাশিয়ার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, রাজধানী কিয়েভ ছেড়ে অন্য কোথাও নিরাপদ আশ্রয়ে আছেন জেলেনস্কি। তবে শনিবারও ভিডিও বার্তায় জনগণকে তিনি কিয়েভ থেকে বলেছেন, ‘শোনো, আমি এখানেই আছি। কখনো আমরা আমাদের অস্ত্র সমর্পণ করবো না। আমরা আমাদের দেশকে রক্ষা করবো, আমাদের অস্ত্রই এখন আমাদের বিশ্বাস। আর এটাও সত্য, এটাই আমাদের ভূমি, এটাই আমার দেশ, ইহাই আমাদের সন্তান। আমরা আমাদের সবকিছুকে রক্ষা করবো। ’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের হালনাগাদ জানিয়ে চলেছেন জেলেনস্কি। টিভি কৌতুক অভিনেতা থেকে রাজনীতিতে আসেন জেলেনস্কি। ২০১৯ সালে বিপুল ভোটে জয়লাভ করে প্রেসিডেন্টও হন।
সূত্র: বিসিসি
বিডি প্রতিদিন/নাজমুল