রাশিয়ার সব ধরনের বিমানের জন্য কানাডা তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। রবিবার কানাডার পরিবহন মন্ত্রী ওমর আলগাবরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
কানাডার পরিবহন মন্ত্রীর কথার অর্থ— ‘আকাশসীমা বন্ধ’ ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
কানাডার পরিবহন মন্ত্রী ওমর আলগাবরা বলেন, ইউক্রেনে অনর্থক আক্রমণের জন্য আমরা রাশিয়াকে জবাবদিহি করাব।
এর আগে জার্মানি, ইতালি, ফ্রান্সসহ এক ডজনের বেশি দেশ রুশ বিমানের জন্য তাদের দুয়ার বন্ধ ঘোষণা করে।
ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা। সেই সঙ্গে অনেক দেশ তাদের আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ ঘোষণা করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বেশির ভাগ দেশ রাশিয়ার বিমানের বিরুদ্ধে তাদের আকাশসীমা বন্ধের তালিকায় যোগ দিতে যাচ্ছে। ইউরোপের আকাশপথে বাধা পাওয়ার পর রাশিয়ার উড়োজাহাজগুলোর পশ্চিমে যাত্রার জন্য খুব কমপথই খোলা রয়েছে। ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার মালিকানায় থাকা উড়োজাহাজকে যুক্তরাজ্য, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া ও বাল্টিক দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।
বিডি প্রতিদিন/কবিরুল