ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। শুক্রবার এ কথা জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
ইউক্রেনের জন্য ৫০০ মিলিয়ন মূল্যের সামরিক সহায়তার অনুমোদনরে অপেক্ষায় আছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
বোরেল জানান, ইউক্রেনের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত ইউরোপিয়ান নেতারা এই অর্থ অনুমোদন দেবেন। এবং শিগগিরিই তা ইউক্রেনে পৌঁছে দেওয়া হবে
ইউক্রেনকে সহায়তা আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে চলেছে ইউরোপিয় ইউনিয়ন।
যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তার দেশের জন্য ভালো ফলই বয়ে আনছে এই নিষেধাজ্ঞা।
তিনি বলেন, ‘এটাই সময়, এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতি ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।’
একই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমঝোতা আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে এক আলোচনায় পুতিন জানিয়েছেন, ‘কিছু নির্দিষ্ট ইতিবাচক অগ্রগতি হয়েছে। সমঝোতা আলোচনায় অংশ নেয়া রুশ কর্মকর্তারা আমাকে সেকথা জানিয়েছে।’
বেলারুশের সীমান্ত এলাকায় তৃতীয় দফায় সমঝোতা আলোচনায় বসেছেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। এদি বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবার বৈঠক কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল