গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত।
স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে মঙ্গলবার ৪৮তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
এদিকে, এই অভিযানে ইতোমধ্যে ১৯ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস অব ইউক্রেনের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম ইউক্রিনফর্মে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে।
তবে ইউক্রেনীয় বাহিনীর এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল-জাজিরা, ইউক্রিনফর্ম
বিডি প্রতিদিন/কালাম