যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ তুললেও তা প্রত্যাখান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের বিরুদ্ধে এই অভিযোগ করেন বাইডেন।
এ বিষয়ে ফরাসি টেলিভিশন ‘ফ্রান্স-২’ এর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাকরন বলেন, “আমি আজ এই ধরনের পরিভাষার ব্যাপারে সতর্ক থাকব, কারণ এই দু’জন (রাশিয়া ও ইউক্রেন) পরস্পর ভাই ভাই।”
তিনি বলেন, “আমি যতটা সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পুনর্গঠন করতে চেষ্টা চালিয়ে যেতে চাই। এই পরিভাষা ব্যবহার করে উত্তেজনার বৃদ্ধির কারণটা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”
তিনি আরও বলেন, “আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইউক্রেন পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধাপরাধ। আমরা যুদ্ধাপরাধের মধ্য দিয়ে বসবাস করছি, যা আমাদের মাটিতে- আমাদের ইউরোপীয় মাটিতে নজিরবিহীন।” সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম