ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে সম্প্রতি একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেনের সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরের শহরে সর্বশেষ বুধবার দিনের শুরুতে কয়েকটি বিস্ফোরণ ঘটে।
রাশিয়া এই হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়ার সীমানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জবাবহীন থাকবে না।
কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে ফের টার্গেট হলে কঠোর জবাব দেওয়া হবে। পুনরায় রাশিয়ার ধৈর্য্য পরীক্ষা না করার আহ্বান জানান তিনি।
রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ অভিযান’ অর্জনে সংকল্পবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল